আকাশ নিশ্চুপ রাতের গভীরতায়
অন্তরের দ্বিধা ডেকেছে প্রলয়
লালিত স্বপ্ন পাড়ি দিল অজানায়
আবেগের খোলস বারংবার পাল্টায়।


বাঁশির সুর যদি প্রেরণা জাগায়
খুঁজে ফিরে কৃষ্ণের অবলীলায়
আছড়ে পরে যদি সত্যের মিথ্যায়
দূর্বাঘাসে ক্ষত কি বল শুকায়।


আষাঢ়ে রৌদ্র বৃষ্টিকে ভাবায়
মেঘও যে বদ্ধ চোখে পালায়
আগাছার জ্ঞান তব উপেক্ষায়
নিবিরুর গান কবিরে ভাবায়।