জাগো জাগো হে বীর বিক্রম
প্রলয় আনো আজি
ধ্বংস যগ্যে
বাজিছে ওই রনবাদ্য
সজ্জিত রণে ক্ষুদ্ধ বিপক্ষরা
কুৎসা নিনাদে
তুলছে জয়ধ্বনি বারংবার
তবুও মানুষের দৃপ্ত চেতনা
তোমার প্রতি
বহু আশার প্রতিক্ষায় থমকে
ওরা আজি বিশ্বাসে
ভুলেছে যত ভয়
আবেগের প্রতি নিশ্বাসে
নিশ্চিত তব জয়
এ মহাযুদ্ধের মহা রনক্ষেত্রে
জাগো জাগো হে বীর বিক্রম