এই অজ পাড়াগায়ে
মহা সমারহে
গতো দিন সাত ধরে
হচ্ছে রাস্তা পাকা,
নর্দমা হোক বা হোক নোংরা আবর্জনা
কিছুই থাকছে না পরে , সবই হচ্ছে ফাকা
গা উজরে সবাই এছেসে চলে
ছেলে বুড়ো কেই নেই ঘরে
জেনো এক মোহোত্সোব হবে এই অভাগার দোরে
এই প্রথম মনিবের নরেছে টনক
কিন্তু বড্ড দেরিতে
যদি তা পরতো মনে আগে
মনসুরের পোলাটা যেতো নাগো মোরে
বসিরের বৌ, হত না অভাগা,
তার পেটের বাচ্চা টা কে হারিয়ে
রহমান যেতো বেঁচে, সাপের কামড় খেয়ে
এবার মনিবের এসেছে নজর
মনিবেরো কোন মণিব আসছে  , আসবে আরও কতো লোক
সবাই কিছু বলবে , গলবে আমাদের মন
চারিদিকে জ্ব্‌লবে আলো
ওরা বলবে আমরা থাকবো ভালো
শ্হুরে কতো খাবার বিলাবে আমাদের
আমরা আবার সব ভুলবো, জায়গা দেবো মনে
আবার আনবো আমাদের মণিব করে
জিতবে ওরা, চলবে রাজপ্রাসাদের দিকে
আমরা থাকবো পরে, আবার সেই অন্ধু কূপের ধারে