খবর এখন, আর আগের মতন রসালো লাগেনা,
কাগজের পাতায় , খুনের গন্ধ, ধর্ষনের কোচকচানি,
এখন আর মনকে ভাবায় না|
এ জেনো এক অবিরাম জলের স্রোতের মতন
বয়ে চলে যায়, ভোর হতে রাত,
রাত হতে ভোর-
তবুও কিছু প্রতিবাদ করার ভাষা আসেনা|
কিন্তু মন বলে , কর কিছু, কিছু করে দেখা,
দুনিয়াটাকে মাথা উচু করে বাঁচতে শেখা,
যে খবর আনেনা কোনো ভাবনা তোর মনে,
মনে রাখিস আনবে আবার তা,
যেদিন তুই থাকবি কাগজের খবর হয়ে|