শিশু শ‌্রমীক
সেদিন দেখিনু রাস্তার ধারে কঁাদিছে ছোট্ট শিশু
কহিলাম তারে কি হল ওরে হয়েছে কি তোর কিছু?
কহিলো মোরে গায়ের জোরে তুমি যেথা যাচ্ছ যাও
তোমরা কেন মিটিমিটি করিয়া মোদের দিকে চাও?
মা-বাপ হারা আমরা হেথাই রয়েছি যে খুব সুখে
তোমরা আসিয়া বিঁধ এিশূল আমাদের নরম বুকে
হেথায় বসিয়া ভিক্ মাগি মোরা হেথায় বিসয়া খাই
হেথায় মরিয়া পরিয়া থাকি তোমাদের গাড়ির চাকায়
হেথায় মোদের সব সুখ হেথায় মোদের জাত
এ যে আমাদের চিরপরিচিত স্বপ্নের ফুটপাত
কিন্তু যে হাই!  যমদূতপ্রায় তোমরা আস্ হেথায়
লয়ে যাও মোদের হোটেল,গুদাম,দোকান হেথায় সেথায়