স্টেশনে বসে আছি কত লোকের আনাগোনা
সবাই কে ভাবি আপন, সবি লাগে আচেনা
একের পর এক ট্রেন চলে যায়
নিয়ে যায় হেথায় সেথায়,
তোমারে পেলাম না এখনও কোন এক কামরায়
অভাবি মন শুধু লয়ে বেড়ায় আশা
তোমারে দেখিতে না পায় মন, পায় শুধু নিরাশা
জীবন পথের এ ভ্রমন জানি না কবে হবে শেষ
তোমারে খোঁজার নেশা হবে না কি নিঃশেষ?
আশা রাখি হঠাৎ কোন এক লগনে
তোমারে দেখিতে পাইব এই কামরার মধ্যিখানে
সেদিন জুরাবে এ মন জ্বালা বুঝি হায়
তোমারে যেন রাখিতে পারি, তোমারে না হারায়