বীর শহীদদের রক্তমাখা আমাদের স্বাধীনতা,
তাদের জোড়েই বলতে পারি স্বাধীন ভারত মাতা।
দুষ্টু জাতি এসেছিল ছলনায় ব্যবসার,
ব্যবসার নামে করেছিল সারা ভারত অধিকার।
দুইশো বছর করেছিল তারা রাজত্ব,
সাধারণ ভারতবাসীর উপর দেখিয়েছিল বীরত্ব।


অত্যাচারীর অত্যাচারে উঠেছিল রুদ্ধশ্বাস,
সাহেবদের চাবুকে বেরোতো বিষ নিঃশ্বাস।
রক্তমাখা অস্ত্র হাতে উড়িয়ে বিজয়-পতাকা,
রাস্তার ধুলোয় ঘুরিয়েছিল রাবণ রথের চাকা।


দেশমাতার মুক্তিতে গিয়েছে কত প্রাণ বিসর্জন,
বিনয় ,বাদল ,ক্ষুদিরাম আরো কতজন।
বীর শহীদদের আত্মত্যাগ যায়নিকো বিফলে,
তার ই ফল পেয়েছি আমরা ১৯৪৭ সালে।
১৫ই আগস্ট ছেড়েছে ভারত সাম্রাজ্য লোভী দল,
আজকে আমরা তাইতো করি জাতীয় পতাকা উত্তোলন।


আত্মত্যাগী বীর সেনাদের কথা পড়লে মনে,
জল এসে যায় তৎক্ষণাৎ চোখের ওই কোনে।
আজকের এই স্বাধীনতা তাদেরই জন্য,
ভারত মাতার সন্তান আমরা হয়েছি আজ ধন্য।।