রক্ত করবী ওরে ও তোর রক্ত কোথায় বল্
এক পেয়ালা খুঁজতে রক্ত এ শহর অচল।
গ্রাম্য জীবন গ্রামের পথে খেটে খাওয়া মানুষ
মাসের শেষে পাচ্ছে তারা শুধুই ধানের তুষ্।
জোনাকিরা গায় জয়ধ্বনি রাতের অন্ধকারে
বাসি বিছানার গন্ধে আমি জাগছি প্রতি ভোরে।
দূর পাহাড়ের অসীম শক্তি ডাকছে নিশিদিন
রোজ একটু করে এগিয়ে যাচ্ছি,স্বপ্ন হচ্ছে বিলীন।
কে গায়, বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই;
স্বপ্ন বাঁচাতে গিলছি যে রোজ নতুন নতুন বই।
মা গো, শোলক বলা কাজলা দিদি হারিয়ে গেছে আজ
মনহীন এই মানুষ গুলোই চালিয়ে যাচ্ছে রাজ্।
সাদা ওড়নায় কালো রক্তে প্রহর গুনছে স্বপন
দিন প্রতিদিন চাইছি শুধু মৃত্যু আলিঙ্গন।।