এখন আর শত দুঃখতেও চোখে জল আসেনা
কষ্টে মন পুড়ে ছারখার তবুও প্রাণ ফাটে না।
বছর বছর বসন্ত আসে, তবুও বাতাসে প্রেম ভাসে না।
চারিদিকে শুধু চিল-শকুনি চোখে পড়ে
কই একজন ও তো সত্যিকারের মানুষ দেখি না!
সংবাদ মাধ্যম যেন রক্তে মাখা, মরতে বাধ্য করে ওই জানোয়ার নেতা!
কেউ খুন হলে ধরা পড়ে না খুনি, মদে মারা গেলে টাকা দেন দেশের গুণি।
পরপর রেপ করছে প্রমাণ মেয়েদের আজ নেই কোনো দাম
আজ বলছে রেপিস্ট বুক ফুলিয়ে, প্রতিবাদ করলে দেব ঝুলিয়ে।
এই তো সমাজের প্রতিচ্ছবি, এর প্রতিকার করবে কোন সে নবী??