আমার বৃষ্টি ভেজা দুপুরে
ধুয়ে গেছে মনের পাতা
হলদেটে রং ধরেছে তার গায়
এই বুঝি ঝরে যাবে।


তোর ও বৃষ্টি নেমেছে শিয়রে
তোর ও কি মুছে গেছে ব্যথা
না এখন ও মনে পড়ে আমায়
জানি একদিন ঠিক ভুলে যাবে।


তোকে দেখে কেন জানিনা
বারে বারে উতলা হত মন
গভীর শান্তিতে ডুবত হৃদয়
তোর বুকে মাথা পেতেছি যখন।


তোর চোখে ও তো আগুন নেভেনা
প্রেম হাওয়া দিয়ে যায় তারে
তবু প্রতিপদে তুই পাস ভয়
পাছে কোনো ভুলে হারাস আমায়।


তোর মুখে কথা ছিল কথা রাখবার
মাঝ পথে ছেড়ে তুই নস্ পালাবার
দূরে গেলেও কোনোদিন পারবিনা ভুলতে
আটকায় নি কোনোদিন ও ভালোবাসি বলতে।


আমার ওপর ছিল শুধুই তোর অধিকার
তুই কোনোদিন আর নয় হারাবার
আজ আমার পথ নেই পথ পালাবার
স্মৃতি শুধু তাড়া করে ফিরছে আবার।


হঠাৎ করেই চলে গেলি আমায় ছেড়ে
দিগ্বিদিক খুঁজি আমি হন্যে হয়ে
আজও আমি বসে থাকি তোর পথ চেয়ে
সবে বলে আমি নাকি নষ্ট মেয়ে।


পরে শুনি, আমি নাকি 'গায়ে পড়া'
             বলেছিস তুই নিজে।
সবার চোখে আমায় নষ্টা বানিয়ে
বল দেখি সুখ পেলি কি যে!


সবটাই তোর শুধু অভিনয়
ভালোবাসা ছিল না একখণ্ড
একবার তুই বলে যা সত্যি
শুধু একবার ফিরে আয় আনন্দ।।