হল এক পশলা বৃষ্টি
মাঠে চাষি করছে কৃষ্টি
ঘরের কোণে কুণোব্যাঙ
করছে কেন ঘ্যাঙরঘ্যাঙ
ঘোড়াদের ওই আস্তাবলে
অতিথি এসেছে বর্ষাকালে
জলকাদা সব রাস্তা ছেড়ে
যাচ্ছে লেপে এর ওর গায়ে
সব্জি যত যাচ্ছে পচে
কাজের মেয়ে মরছে কেচে
তবুও স্যার পড়াতে আসে
বাচ্ছাগুলো পড়ছে কেঁদে
কুমীর ভায়া দিচ্ছে হেঁচে
তাই দেখে যে মাছেরা নাচে
এমন বিদঘুটে সব কাণ্ড দেখে
ভগবান ও মর্ত্যে আসছে যেচে।।