আমার রাতের নোনতা  স্রোতে
পার হতে পারিস্ ডুব সাঁতারে
যেখানে প্রজাপতিরা মুক্তি ডানায়
রাতভোর আমায় আগলে রাখে।


সেই মরুকোষে জল পড়ে না
নাভিমূলে রেণু জমাট বাঁধে
আঁটোসাঁটো স্তনের বৃন্তে এসে
চুমো দিয়ে যা আলগা ঠোঁটে।


হোক সারারাত ধরে বৃষ্টি সরব
আঁকো শরীর জুড়ে প্রেমের মোড়ক
পরে না হয় যাস ফিরে আবার
শুধু একটা রাতের হোক প্রেমেই কাবার।