এই কটা দিন  আবার তোমায় ভীষণ মনে পড়ছে
স্মৃতির উপর জমে থাকা ধুলি আবার বুঝি সরছে।
মণ্ডপে বসে মনে পড়ে সেই বলেছিলে ফোনে
আগামী বছর তোর হাত ধরে ঘুরব দুইজনে।
গত চার বছরে ও তোমার হয়নি সময় আমার কাছে আসার
এবার তবে সাঙ্গ হল স্বপ্ন স্রোতে ভাসার।
এমন কত মিথ্যে আশায় জড়িয়ে ছিলাম আমি
জানি মিথ্যে ; তবুও আমার কাছে সে স্বপ্ন ভীষণ দামি ।


বুঝেছি এখন এসব কেবল শুধুই তোমার ছলনা
এই ছলনায় ডুবে মরেছে বঙ্গের কত ললনা!
কত রাত্রি কেটেছে নিদ্রা বিহীন দুচোখে আসেনা ঘুম
শত কপটতা মাঝে কভু বাসনি কি ভালো আমার একাকী রুম!
কেন করলে এমন এ মনে আমার প্রশ্ন জেগেছে রোজ
নিজেকে বোঝাই হোস না উতলা এবার দু চোখ বোজ্
তোর মিথ্যে মুখোশ খুলে যেতে তোকে লাগছে যে কুৎসিত্
তবুও ভীষণ মনে পড়ছে তোকে ও আমার মন-মিত্।