তোমার জন্য সবুজ মত একটা সকাল রাখতে চাই
তোমার জন্য অনেক অনেক ফুলের তোড়া কিনতে চাই
তোমার জন্য স্বর্গ-নরক সব পেরিয়ে চলতে চাই
তোমার জন্য খুব গ্রীষ্মে এক পশলা বৃষ্টি চাই
তোমার জন্য রাতের ঘুমে স্বপ্ন আমি দেখতে চাই
তোমার জন্য ভোরের পাখির গানে আমি জাগতে চাই
তোমার জন্য ভয় করে এত কিছু চাওয়ার প'রে
তুমি কি ঠিক চাইবে আমায় আজ থেকে ক'বছর পরে
চাইছ যেমন এ সময়ে থাকব কি আমি সেদিন মনে!!!




(এটি আমার লেখা প্রথম কবিতা। তখন আমি নবম শ্রেণীর ছাত্রী ছিলাম ।)