আজকাল মৃত্যু আমায় বড় হাতছানি দেয়-
প্রতিদিন দিবা-রাতি সে এসে ডাক দিয়ে যায়।
আমার ও মন এগিয়ে চলে মরণ-মোহন টানে;
পারিনা যেতে দায়িত্ব এসে কাঁধে আঘাত হানে।
দোটানাতে বাড়ছে আমার বিষের বিষম জাল,
আপনা থেকেই আসুক নেমে আসুক মহাকাল।
সৃষ্টির ওই সরস পাত্র কানায়-কানায় ভরে-
আরশী দেখেও ভয় পাই আজ বাঁচব কি করে?


অপমান আর প্রতিঘাতে ঘিরেছে আমায় কাঁটাতার
বাহির হওয়ার পথ না পেয়ে দুই পা হয়েছে অসাড়!
বিষাক্ত সাপের ছোবলে আমার বেঁচে থাকা দায়;
অর্কিড এর ওই তীব্র গন্ধে পাগল হয়েছি হায়!
সন্ধ্যা হলেই শান্তি নামে বহু আলোকবর্ষ দূরে-
ঘুমের কোলে পড়ছি ঢলে জাগছি আবার ভোরে।
এভাবেই যায় বৎসর-মাস এভাবে বাড়ছে বয়স
পিছে ফেলে তুই মরণ রে তুই এবার আপণ হোস্!


এত বুঝেও জীবন জানায় এখনো যে বাকি কাজ
এবার তবে,মন খারাপের ধুলো ঝেড়ে নতুন বেশে সাজ।
যেথায় যত বোঝাইধুলো সবই ঝাড়তে হবে এখন
প্রতি মূহুর্তে নতুন লড়াই বাঁচতে শেখায় জীবন!
মান আর হুঁশ দুই আছে তাই হারার পরেও জিতি-
চেয়ে দেখো আজও যায়নি মরে আমার মনের ক্ষিতি।
আমার যত খারাপ আমায় যতই নামাক নীচে,
আমার ইষ্ট আবার আমায় স্থাপণ করবে উঁচে।।