না-না আমি হাসছি না
তোমরা ভাবছ, পাগলের প্রলাপ গাব।
না! ঠিক তাও নয় -
আজ বড় হাসতে ইচ্ছা করছে
প্রাণ খুলে; অন্তরের অন্তঃস্থল থেকে
কে জানে! কাল যদি আবার ভুলে যাই হাসতে!


আজ দুপুরে অনেক গেয়েছি
দুঃখ সুখের অনেক কথা, নিজের সাথে কয়েছি।
কেন, নিজের সাথে কথা কওয়া যায় না বুঝি?
তোমরা সবাই জান -
সে কথাই তো আসল কথা যা,
নিজেকে বলা যায়। কাল যদি , আর বলা না হয়!


আজ আমি দুঃসাহসী
কেন জানো? আমি প্রেমে পড়েছি তাই।
প্রেমিক মরণ; আর ভয় কিসে, মৃত্যুর অঙ্গনে!
চোখ দেখছে মাংস ভুঁড়ে নিজ কঙ্কাল
নেই পল্লব, বিস্ফারিত কোঠর
স্বপ্ন শেষ! লিখছি কারণ, কাল যদি আর লেখা না হয়!


(সত্যিই যদি না হয়!!!)