প্রাণ দাও প্রভু প্রাণের গভীরে
  প্রাণ দাও আরো আরো
ঢালো ঢালো সুধা জনগণ ভীড়ে
   সমাজে ছড়াও আলো।।


চেতনার দ্যূতি ঝলসে উঠুক
  পুড়ে যাক যত গ্লানি
জগৎ বিশ্বে এবার নামুক শান্তি
  থামাও গো হানাহানি।।


নারী জাতি আর হয়ো না পণ্য
   বিলাস বহুল জীবনে
স্বাধীন হয়েও তুমি অতি নগণ্য
   মূল্যবোধের ব্যবধানে।।


নারী-পুরুষ বেশ শিক্ষা শিখেছে
   শেখেনি মানুষ হতে
আর নয় প্রভু অনেক হয়েছে
  এবার মানুষ গড় ও হাতে।।