অনেক সময়ই কবিতার মধ্যে অনেক ভুল বানান চোখে পড়ে।কবিতা হয়তো ভালোই লিখেছেন কিন্তু ওই ভুল বানান গুলির জন্য লেখার সৌন্দর্য কমে যায়।আমি এটা বলছি না যে, ওনারা এই বানান গুলো জানে না, সম্ভবত ওনারা লেখার পরে একটু খেয়াল করেন না। টাইপিং ভুল হতেই পারে কিন্তু লেখার পরে প্রকাশ করার আগে লেখাটা একবার দেখে নিলেই তো সমস্যাটা মিটে যায়, তাইনা!