যৌনতা কথাটাতে আজও নোংরামি দেখে লোকে;
এ বিষয়ে কথা বলতে তাই হীনমন্যতায় ভোগে ।
যদিও যৌন-অঙ্গ শুধুই শরীরের ই অংশ
তবু এর অপব্যবহারে সমাজ হচ্ছে ধ্বংস ।
যৌন শিক্ষা যদি দেওয়া যায় বয়ঃসন্ধিক্ষণে
ক্ষতি অনেকটা যাবে এড়ানো মানবে প্রতিজনে।
বড়রা যতই এসব কথা করতে চাইব গোপন-
ওদের মনে বাঁধবে বাসা এমন কি সে রতন !
চলো বয়সের এই জটিল সময়ে ওদের পাশে থাকি
করলেও ভুল ওর হাতটা নিজের হাতেই রাখি ।
বাবা-মা কে যেন পায় নাকো ভয় বলতে কোনো কথা
ভুল করে ফের ভুল পথে গিয়ে দেয় না যেন ঢাকা ।
আগামী সমাজ গড়বে যারা তাদের আগলে রাখি
যেন নিজের দায়িত্ব পালনে আমরা দিই না কোনো ফাঁকি।।