আমরা নবীন, আমরা ক্ষুদ্র
হয়তো বা মোরা আগামী রুদ্র!
তাই কোরো না অবহেলা, ভেবো না তুচ্ছ
আমরাই সমাজ গড়ব স্বচ্ছ
দেখেছ তোমরা এই সত্তর বছর ধরে
দেশ গিলেছে চিল,শকুনির দলে
চেয়ে দেখো;শ্রমিকের গায়ে নেই জামা-জুতো
মালিক খুঁজে চলেছে আরও নানা ছুতো!
বড্ড ছোটো আমরা তাই সয়না এসব জ্বালা
ওরে শয়তান এবার লেজ গুটিয়ে পালা
নইলে ক'টা বছর পরে দেখবে প্রতি লোকজনে
হয়ে উঠব আগন্ত্তক আমরাই আগামী দিনে।।