ভয় পেয়ো না ভয় পেয়ো না,
তোমায় তো কামড়াবো না,
সত্যি বলছি খামচি দিয়েও
করতে কিছুই পারবো না।
মনটা আমার বড্ড নরম,
দাঁতের মাঝেও জোরটি নেই,
হাতের কাছে কাউকে পেলেও
জানি তাদের ধরতে নেই।
ফাজিল আমার হাসি দেখে
ভয় পেয়েছ কতোই না -
কিন্তু আমি দুষ্ট সেসব
বাচ্চাগুলোর মতোই না।
এসো এসো বাসায় এসো,
বাস করে যাও চারটি দিন,
শান্ত-সুবোধ বাচ্চা হয়েই
থাকবো কোলে রাত্রিদিন।
হাতে আমার নখ আছে, তাই
এইখানে কি থাকবে না?
গায়ে আমার জোর এতো কম,
খামচি দিলেও লাগবে না।
অভয় দিচ্ছি, শুনছো না যে?
বাড়াবো কি ঠ্যাং দু'টা?
চুল টেনে সব ছিড়বো যখন,
বুঝবে তখন কান্ডটা!
আমি আছি, আম্মু আছেন,
আছেন সাথে আব্বাজান -
সবাই মিলে মন্ডু চেপে
ধরে দেবো হ্যাঁচকা টান।



(রচনাকালঃ ২৪ মে ২০১২ ইং)
সুকুমার রায়ের 'ভয় পেয়ো না' কবিতার অনুকরণে লিখেছি। আর উৎসর্গ করছি আমার সন্তান ইহান-কে।