মুহূর্তেরা দিচ্ছে ফাঁকি
যাচ্ছে চলে ফস্‌কে যে হাত,
লাভের আশায় ছুটে দেখি
আসলটুকুই হচ্ছে বেহাত।
দিনদুপুরেও হচ্ছে চুরি
সময়গুলো ফুরফুরিয়ে,
আর আমরাও দিনকে দিনে
যাচ্ছি সবাই ঠিক বুড়িয়ে।


যার পিছনে সামনে ছুটি
সেই রয়ে যায় পিছন পানে,
আমার আমিও পিছন থেকে
এই আমাকেও পিছেই টানে।
থাকবো বলে যেই বসে রই
স্থিরতার অচল তলে,
চারপাশে যা পিছনে সব
পালায় কিসের অমোঘ বলে!
যতোই চেঁচাই 'থামরে তোরা,
থাক পাশে সব আগের মতো'
মুহূর্তেরা তাও পালিয়ে
অতীতপানেই হয় বিগত।
তাইতো যাকে সামনে দেখি
জানি সে তো ঐখানে নেই,
সময় গেলে পিছু ফিরে
খুঁজবো তাকে সেই পিছনেই।


আমরা সবাই সমুখপানে
ছুটছি তবুও কিসের তরে?
সামনে সবার স্বপ্ন শুধু,
মানুষ থাকে স্মৃতির ঘরে।



রচনাকালঃ ৬ অক্টোবর ২০১৪ ইং


(এলোমেলো খাপছাড়া কিছু চিন্তা, কিছু শব্দ এক করে গাঁথার এলোমেলো এক প্রয়াস এই লেখাটি।)