এক ফোঁটা জল পড়লো ঝরে টুপ,
ঝাপসা দু'চোখ দৃষ্টি ভরা জলে,
এক নদী জল তাও জমা নিশ্চুপ
নিথর জমাট মনের গহীন তলে।


বাষ্প বুঝি উত্তাপে হয় জল,
জল জমে দূর আঁধার কালো মেঘে,
কোন দূরে ঝড় আঘাতে নিস্ফল
আঁছড়ে পড়ে ক্ষুব্ধ তুমুল বেগে।


এক ফোঁটা জল থমকে অণুক্ষণ
চোখের পাতায় থিরথিরিয়ে কাঁপে,
জগৎ ভাঙ্গার প্রলয় অনুরণ
চোখের জলের সুক্ষ্ণ পরিমাপে।


এক ফোঁটা এই চোখের জলে আর
থৈ মিলে না, সব ডুবে তার তলে,
মনের জগৎ সব ভেঙ্গে চুরমার
থেকে থেকে ঝরে চোখের জলে।


(রচনাকালঃ ৩১ মে ২০১৩ ইং)