চোখের জলে ভাসলো বলে
নীল দীঘিরই পদ্ম,
বৃষ্টিস্নাত দৃষ্টি হলো
শুভ্র পরিশুদ্ধ।
সিক্ত হাওয়ায় দুললো হঠাৎ
কাশের দ্বিধা দ্বন্দ,
মনের মাঝে বাঁধলো বাসা
একটু বিষাদ ছন্দ।
ছেঁড়া ছেঁড়া মেঘের কণায়
সঞ্চিত সেই দুঃখ,
পদ্মদীঘির জলেই হলো
পদ্ম পাতার সখ্য।



[রচনাকালঃ ৪ এপ্রিল ২০০৬ ইং]