আমি হলাম শখের কবি,
শখ ফুরালে সবই
আঁকতে থাকি মনের সুখে
বকের প্রতিচ্ছবি।
সবাই বলে কাকের চেয়ে
কবিই নাকি বেশি,
আমি বলি কাকের পাশে
বকও যে স্বদেশী।
কাকের যেমন কা কা আছে
বকের আছে ঝাঁক,
কোনও কবি বক হবে ঠিক
কেউ যদি হয় কাক।
দোয়েল শালিক ময়না টিয়া
বাদ থাকে কি তারাও?
আরও হরেক পাখি আছে
ময়না টিয়া ছাড়াও।
হরেক রকম পাখির মতো
কবিও আছে নানা,
কোন কবি বিখ্যাত খুব,
কেউ নাম না জানা।
সব কবিদের নিয়েই যে তাই
ঝাঁক বেঁধেছি শেষে,
সবাই মিলে এক হয়েছি
কাব্য ভালবেসে।



[রচনাকালঃ ১০ জুলাই ২০১৪ ইং]


বিঃ দ্রঃ - অনেকেই টিটকারি মেরে কবির সাথে কাকের তুলনা করে থাকে। তবে আমার মনে হয় কাক হতে পারাটাও খারাপ কিছু না। তাদের নিজেদের মধ্যে কোন বিভেদ দেখি না সহজে। বরং কিছু হলে সবাই এক হয়ে ঝাঁক বেঁধে প্রতিবাদে নেমে যায়। আমাদের মধ্যে কাকের এই গুণটা আজকাল আরও বেশি প্রয়োজন বলে মনে হয় প্রায়ই।