আসরে বর্তমানে মোডারেটর, এডিটর ও রিভিউয়ার হিসেবে দায়িত্বপ্রাপ্ত সদস্য আছেন এক শতাধিক। অনেকেই হয়তো দায়িত্ব পেয়েছেন, কিন্তু ঠিক কি কি দায়িত্ব পালন করবেন এবং কিভাবে তা করতে হবে এ-সম্পর্কে সচেতন নন। দায়িত্ব দেয়ার সময় আলাদাভাবে এ নিয়ে কিছু বলাও হয় না। তাই কিছুটা অনিশ্চয়তা ও অসচেতনতা থাকতেই পারে। অথচ দায়িত্ব সম্পর্কে বিস্তারিত নির্দেশনা কিন্তু এই ওয়েবসাইটেই দেয়া আছে। দায়িত্বপ্রাপ্ত হবার পরও যারা এখন পর্যন্ত নির্দেশনাগুলো পড়েননি, তাদের প্রতি পরামর্শ থাকবে অতি অবশ্যই এগুলো পড়ে নিবেন।


যারা মোডারেটর ও এডিটর হিসেবে দায়িত্ব পেয়েছেন, তারা লগইন করলেই কন্ট্রোল প্যানেলের পেজ দেখতে পান। এছাড়া যেকোনো সময় ওপরের মেনুর সদস্য লিঙ্ক থেকেও কন্ট্রোল প্যানেলে যাওয়া যায়। কন্ট্রোল প্যানেলের একেবারে ওপরের দিকেই দেখবেন দায়িত্ব পালনের নির্দেশনার জন্য বেশ কিছু বাটন দেয়া আছে।




এছাড়া নিজের প্রোফাইলের পাতায় গেলেও ডানপাশের কলামে এই বাটনগুলো দেখতে পাবেন।




যারা শুধুমাত্র রিভিউয়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন, তারা কন্ট্রোল প্যানেলে যেতে না পারলেও প্রোফাইলের পাতায় নির্দেশনার বাটন পেয়ে যাবেন। এসব বাটনে ক্লিক করে নির্দেশনার পাতার প্রতিটি নির্দেশনা ভালোমতো পড়ুন। তারপর কোনো প্রশ্ন থাকলে ইমেইলে আমাদের জানান।


ধন্যবাদ!