অনেক ভীড়ে অচেনা একটা মুখ
প্রথম দেখা সেখানেই;
কিন্তু, মনে হলো আজই প্রথম নয়
আগেও হয়তো দেখেছি তাকে।


কোন সে টানে বার বার তাকিয়েছি নানান ছলে
এদিক সেদিক তাকানোর ভঙ্গিতে।
চোখের তৃষ্ণা যেন মিটে না
আবেগি মনের সীমাহীন কল্পনা;
রংধনুর সাত রং মেখে-
তাকে নিয়ে আকাশ ছুঁতে চায়।


ভাবিনি ঠিক এক মুহূর্ত আগেও
অপ্রত্যাশিত অভিপ্রায়ের-সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি;
স্রোতোস্বিনী মহাকালের বহমান সময়ের
এই কিয়দাংশটুকুই  অনন্তকালের সাক্ষী।


অযাচিত মনের সীমারেখায়
অবহেলিত স্বপ্নগুলো;
যেন প্রথম সোপানে পা ফেলল।
কোলাহলের দ্বারপ্রান্তে থেকেও
এক অদ্ভুত শান্ত অনুভব-
ছুঁয়ে দিল মনকে।


কি উপমায় বাধব সেই ক্ষণটি?
যদি বোঝাতে পারতাম!
আবার যদি ফিরে পেতাম সে মুহূর্তটি।
হয়তো এবার উন্মাদনায় মেতে
চিৎকার করে বলতাম,
"বাঁধা পড়তে চাই এ বাঁধনে
স্বপ্ন ছুঁতে চাই প্রতীক্ষার অবসানে।"


৯ অক্টোবর, ২০১৬