(তিন পর্বের প্রথম পর্ব অাজ)


জন্মই যার আজন্ম অভিশাপ; কলুষিত আত্মার কায়া
ভাগ্য-দেবীর কৃপাদৃষ্টির আড়ালে ওঠে বেড়ে,
শৈশব কৈশোরের প্রচলিত সহাস্য নমনীয়তা
মলিনতায় দ্বাররুদ্ধ; হতদরিদ্রতার ধুম্রজালে।


সূর্যের প্রখর উত্তাপে দগ্ধ; স্বপ্ন দেখার বিলাসিতা
শ্রাবণের মেঘ মেদুর করতালির ঝঞ্ঝা ঘূর্ণিবাতে;
মাথা গোঁজার ঠাঁইটুকু কেড়ে নেয়,
হাড় কাঁপুনি শীতের দংশন রক্ত-মাংস-শিরায়
উপহাসের রসদ যোগায়; জীবনের কঠিন সংগ্রামে।
বসন্তের রং! সেতো দেখা হয় নি কখনও
কিবা রূপ, কিবা বৈচিত্র্য অলিপিবদ্ধ এখনও
জীবন খাতায়; ম্রিয়মাণ বাস্তবতার বেড়াজালে।


অনাকাঙ্ক্ষিত সত্তার উৎপীড়নে বাড়ন্ত;
ঘুণে খাওয়া সমাজের ঘুণপোকা আমরা,
সমাজ পিছিয়ে আমাদের কারণে
শ্লথগতিতে অর্থনীতি ও উন্নয়নের ধারা।
সত্য বলছি, বসে নেই এক দণ্ড,
জীবনের অর্থ? সেতো সংগ্রাম খাবারের!
বেঁচে থাকার তাগিদে; দু'বেলা মুষ্টিমেয় ভাত আর
একটু জিরানোর ঠাঁই ক্ষণিকের।
অবিনাশী অভিপ্রায়ের টানে ক্লান্তিহীন ছুটে চলা
দ্বারে দ্বারে ক্ষুধিত দৃষ্টি; পেটের জ্বালা নিবারণে,
সুস্বাদু অন্ন মেলে, তোমাদের পরম করুণায়
সাজিয়ে রাখো যখন, খাবারগুলো ডাস্টবিনে।


২২ ডিসেস্বর, ২০১৬


ধন্যবাদ। পরের পর্বে আমন্ত্রণ রইল।