অস্থিরতায় ডানা ঝাঁপটানো পাখির;
কেটেছে কত রাত,
দূর আলাপনে ওপারে তুমি;
দ্রুতযানে সময় পেরিয়ে প্রতিভাত নব-প্রভাত।
কত রাত জেগেছি ব্যাকুল চিত্তে;
তোমারই ভাবনায়!
কত কথায় দু'জনে গেঁথেছি মালা
রঙিন বর্ণমালায়।


কত মান অভিমানে দিয়েছে সাক্ষ্য;
সন্ধ্যার শুকতারা,
দমিতে সে মান কালপুরুষের রাত্রি ক্লান্তিহরা।
হৃদয় অন্তরীক্ষে মুখশ্রী তোমার;
ভরা পূর্ণিমার চাঁদ,
জোছনা নীরে অবগাহনে সিক্ত স্বপ্ন-সাধ।


সারাটি দিন শব্দের উৎসবে তুমি;
কলমে পেন্সিলে শুভ্র পাতায়,
লিপিবদ্ধ কত ছন্দ! গল্প, গানে আর কবিতায়।
ছিটেফোঁটা শব্দগুলো বেঁধেছে জোড়া;
তোমারই ছোঁয়াতে,
সাগর তটের ঝিনুক গেঁথেছি প্রণয়ের সুতো-তে।


ফাগুন রঙের আগুন জ্বালিয়ে;
পোড়ালে প্রেমের দহনে,
সবুজ কিশলয়ে লাগল সে রং পুষ্প শোভিত কাননে।
প্রেমের প্রদীপ-শিখা জ্বালিয়ে তুমি;
নৃত্যে মাতালে মন,
জোনাক বাতির আলোক ঝরণায় সুখের উন্মীলন।


শৈল বীথিকায় ঘন সবুজ তুমি;
উষসী পাহাড়ী ঝরণা,
অবুঝ প্রাণে ঊর্মিল তরঙ্গে তুমি ভালোবাসার বন্যা।
প্রণয় সিন্ধু-মন্থিত প্রেমাঞ্জলি লও;
প্রদীপ্ত প্রাণের ছোঁয়ায়,
অর্পিত আজ তোমাতে আমি অনুরাগের চাঁদোয়ায়।


রচনাকাল ১৩ জানুয়ারী, ২০১৭