চারিদিকে ধূ ধূ বালিচর
বিষন্ন মরুরাশি
দমকা হাওয়া
সব পাল্টে দিয়ে যায়
বিষাক্ত ক্যকটাসের জ্বালায়
জীবন যন্ত্রণাময়।
এখানে নেই শান্তির নীড়
অথবা কোনো চিরহরিৎ বৃক্ষের
শীতল কোমল মাতৃ ছায়া।
আছে রাশি রাশি বালি
মরীচিকার মতো হাজার স্বপ্ন দেখা,
ফেরার মতো আর সময় নেই
শক্তি নেই কোমর বেঁধে
উঠে দাঁড়ানোর
আছে লক্ষ লক্ষ ভাবনা
হারিয়ে গেছি
ফিরবো না আর
নেই অভিমান, অধিকার
মায়া-মমতার বিসর্জন
আমি আছি এই নেই
জীবন মরুভূমি, মরুভূমি।।।