অভিমানী,আর একবার এসো।
আর একবার এসো ভুল করে
ঘনকুয়াশায়,
ভোরের এক মুঠো রোদ হয়ে.......
আমি সবটুকু মেখে নেব তোমার...


আর একবার এসো ঘুম ভাঙানিয়া।
শিউলি বিছানো পথে,
মিস্টি সকাল হয়ে......
আর একবার এসে ডেকে তোলো আমায়,
এবার কৃষ্ণচূড়ার ডালে কাক হবো দুজন।


আর একবার এসো প্রিয়।
বিকেলের শেষে,
সোনালী আলোর ছটায়,নদীর রুপালী জলে,
আমার প্রতিক্ষার চোখে.....
এবার পদ্মপাতার উপর বিন্দু বিন্দু জল হবো আমরা।


আর একবার এসো তুমি।
আমার ভিতরে আমার বাহিরে,,
আমার ঘুমের ঘোরে,
আমার এলোমেলো স্বপ্নে.....
আর একবার এসে ভালবাসো আমাকে,,,
আমি অনন্তকাল ধরে প্রেম দেবো তোমায়....


আর একবার এসো প্রিয়
শেষ রাতের সংলাপে
নির্জনে, নিরবতায়....
মাতাল জ্যোছনায় চন্দ্র কুমারী হয়ে ছুঁয়ে দেখো আর একবার,
এবার আমি উন্মাদ হবো,খুব জড়িয়ে ধরবো তোমাকে।


আর একবার এসো প্রহরী
আমার জীবনে,যৌবনে
নিবিড় আবেগে........
আর একবার আমার হৃদয়ের ভার নাও তুমি
আমি গোপনে চিরপ্রেমিক হবো।


আর একবার এসো মাধবী
শীতল বাতাসে,বকুলের মৌ মৌ গন্ধে
আমার নিশ্বাসে....
এবার দুজন ফুল হয়ে যাবো খুব কাছাকাছি।


আর একবার এসো কাজের ফাঁকে ,
আচমকা ভাবনায়,আমার অবচেতনে।
আর একবার......
আর একবার ভোরের শিশির বিন্দু হয়ে আমাকে স্পর্শ করো এবার ঠিক ঠিক বলে দেবো ভালবাসি।।।।।