তুমি আজও বুঝলে না- আমার এই জীবন মেলায়  
ভাল লাগা অথবা ভালবাসাটা সব চাইতে হয় কিসে?  
মানুষকে ভালবাসা, মানুষের মন আনন্দে ভেসে দেয়া,
যতই আমি হারাই না কেন, মরিনা কেন মরন বিষে।


তুমি আজও বুঝলে না- আমার প্রতিদিন বেঁচে ত্থাকা
কোন অচেনা আবেগীয় স্বর্গ সুখ এবং স্বপ্নকে ঘিরে,
তাইত আমি স্বপ্ন দেখি, আকাশের চেয়েও অনেক বড়
যেখানে অনেক সুর্য, চাঁদ- তারারা আসে ফিরে ফিরে।


তুমি আজও বুঝলে না- যাকে আমি বুকে ধারন করি
তাকে সারা জীবন পেছনটা দেখানোতেই বেশী ভয়,
তাই পৃষ্ঠ জানেও না তোমার বুকের গন্ধ, মুখের ছবি
কোন মায়ায় কত আদর দিয়ে আগলিয়ে রেখেছে হৃদয়।


আমাকে নিয়ে এই যে তোমার এত সংশয়, এত কষ্ট
এত হারানোর ব্যাথা অহর্নিশি পলে পলে মনে উথলায়,
মানুষকে কি বেঁধে রাখা যায়, চলেই যেতে হয় সকলকে
শুধু বেঁচে থেকে উদার ভালবাসাই সকল দুঃখকে ভোলায়।


তাই এসো আমরা সকলে সকলকে ভালবাসি কষ্ট ভুলে
তবেই বুকের ব্যাথারা হবে আড়াল থেকে আরু আড়ালে,
এসো ভুল বুঝাবুঝিকে খাঁচায় রাখি সেকল পরিয়ে চিরতরে
আর খাঁচায় বদ্ধ মনের স্বাধীনতাকে উড়াই আকাশ তলে।