কখনও মনে হয় ভালোবাসি উপনিষদ
না হয় ভালোবাসি কুরআন,
অলক্ষ্যে বসে মুচকি হাসে ইবলিশ
আফসোস্‌ করেন আল্লাহ ভগবান।


কখনও মনে হয় এই যে চন্দ্র সূর্য পৃথিবী
এদের নেই কোন প্রকৃত মালিক,
যেই ভাবি আমি তো একা একা আসিনি
আমার জন্মটাও নয় অসার উলীক!


কখনও মনে হয় ভালোবাসি পূজা অর্চনা
না হয় পাঁচ ওয়াক্তের নামাজ,
অমনি ভাবি আমি কত বড় সৌভাগ্যবান
জন্মেই পেয়েছি এক নির্দিষ্ট সমাজ।


কখনও মনে হয় নিরাকার ইন্দ্রিয় অনুভূতি
তাই আকারের দেবতাই ভালো,
যখন দেখি সে দেবতাই পদাঘাতে বিসর্জিত      
তখন অন্তরে জাগে জ্ঞানের আলো।


ইচ্ছে করে ভালোবাসি গয়া কাশি বৃন্দাবন
না হয় ভালোবাসি মক্কা মদিনা,
দেখি আমি আদতেই পৃথিবীর আহ্নিকতায়
ঘুরছি কাবায় দিন রাত কিছু বুঝি না।


ইচ্ছে করে শুদ্ধ গঙ্গার জলে পাপমুক্ত হোই
পবিত্র হোই জমজমের বরকতে,
দেখি মানুষ তো আমি একজনই বড্ড একা
গঙ্গা গঙ্গাই জমজম পবিত্র নিজেতে।


উপনিষদ  ত্রিপিটক বাইবেল  কিংবা কুরআন
সবটাই বলে মানবতার পবিত্র কথা,
মনে তো হবে কত কিছুই ইচ্ছেটাও হবে বেশ  
ধর্ম যার যার কর্ম যেন না হয় বৃথা।


০৬ অক্টোবর, ২০২০।