একাদশী চাঁদও ভরা যৌবন গড়িয়ে শূণ্যে হয় উধাও,
আমার বয়স নিয়ে উদবিগ্ন সম্পর্কে তুমি যখন সুধাও-
তখন ইচ্ছে করেই আড়াল করি আমার জন্মসাল।
ভাবি চাঁদকে তো ভালবাসে বৃদ্ধ, বনিতা, আবাল।


বয়সের জন্য আহাজারি করে প্রেম কি থাকে থমকে?
না জানা বয়স নিয়ে তোমার মন যতই উঠুক চমকে,
আমি যে তোমায় ভালবাসি নেই তো সেখানে খাত,
আজও কলংকের কালিমা সয়ে সইছি কত প্রতিঘাত।

সেখানে বয়স নয় বিশ্বাস আর প্রেমানুরাগ করে খেলা,
হারিয়ে যাই কি এক অচেনা যৌবনে হারায় ছেলেবেলা।
তুমিও হারাও আমিও হারাই বয়স থাকে তখন উপেক্ষিত,
জীবন নিয়ে হোক এমন হারানো থাক পড়ে প্রতিপক্ষ।


২৫ মে, ২০১৯।