হঠাত খেয়ালী মন সুন্দর অতীতকে পেতে চায়,
আঁজলা কষ্টের চলতি প্রবাহে ফেরারী মহোনায়।


ছলকে পড়া জলের মত কত অতীত গেছে সরে,
ভেতরে যৌবন আলগা হলেও মন তো যায়নি মরে।


তোমাকে নিয়ে কত সুখ দুঃখের কাল গেল পেছনে,  
আজও প্রথম চুম্বনের রেশ উথ্‌লায় নিভৃত মননে।  


আমায় একাকিত্বে ভাসাতে তুমি পেরুতে চাও চৌকাঠ?
তোমার সমুদ্র থাকলেও আমার আছে আদীগন্ত মাঠ।
  
মিথ্যে অভিমানে তুমি যদি চলে যাও দূরে বহু দূ্রে,    
নিঃসংগ জীবনে আমিও থাকব একা কোন অচিনপুরে।  


আর কাউকে বাসবনা ভাল বলব না কষ্টের কথা,
তুমি ছাড়া এই জীবনের সকল আড়ম্বরতা অযথা।


তখন না হয় কেবল অতীত স্মৃতি গুলো হবে রমন্থন,
অনেক বেশী ভালবাসলেও আর কাউকে দেব না মন।