অভিমান করেছ মেয়ে?
শুধু তোমায় নিইনি বলে
রাংগামাটির দেশে,
এক জনমে ভালবেসে
যায় কি পাওয়া কাবাঘর!
না হয় যদি অনেক যুদ্ধ রক্ত বদর।
কি করে পাবে তোমার প্রানের স্বামী,
তার ছায়াতে দেখবে যখন আমি
তোমার দিকেই চেয়ে আছি,
বুকের মধ্যে খুব কাছাকাছি।
সেদিন তুমি বুঝে নিও একটি কথা,
জীবন ভরে আঁকা সকল মুক্ত কবিতা
তোমার জন্যই রাখলাম তুলে ধরার বুকে,
কষ্ট গুলো আমারই থাক-
তবু তুমিই থেকো অনেক সুখে।