কখনও কোন একদিন ছোট্ট জীবনের  
এই পথটুকু সম্মুখেই যখন হয় শেষ,  
সেখানেই ঠেকে যায় এই নিঃস্ব পিঠ
যেখানে এত মানুষ, তবু স্তব্ধ পরিবেশ।  


সেখানে মানুষের মাথা থাকে উত্তরে
মুখ আর চোখ চেয়ে থাকে পশ্চিমে,
কোন কথা নেই মুখে, তবু কথা হয়
অনুক্ষন চেয়ে চেয়ে ওই নিঃসীমে...


তাইত আমি পথ ফুরোবার আগেই
চেয়ে থাকি তোমার প্রেমের আশায়,
ভুল যদি হয় ক্ষমা করো আমাকে
এ পিঠ যেন তবু কোলে ঠাঁই পায়।