আমি চেয়ে দেখি একটি যুদ্ধ আমার প্রতিক্ষায় প্রহর গুনছে।


আমার অস্তিত্বের বলয়ের চারিপাশে শুনি ‘ মার্চ পাষ্ট ’ এর
প্রস্তুতির আওয়াজ, সমরাস্ত্রের ঝনঝনানি, প্রশিক্ষিত বারুদের
গন্ধ। দেখি ঝড়ো হাওয়ায় প্রকৃতির গাছ-পালা কেমন ন্যুয়ে
এসে স্যালুট করছে আমাকে।


আমি চেয়ে দেখি একটি যুদ্ধ আমার প্রতিক্ষায় প্রহর গুনছে।


অদৃশ্য ছাওনির ভেতরে ভারী বুটের আওয়াজ চৈতন্যের
সীমায় এসে আছাড় খায়, লক্ষ্যভেদী নিশানার ছুটন্ত
তপ্ত বুলেট মাঝ পথে থেমে থাকে যেন আমার শানিত
কন্ঠে উচ্চারিত একটি কমান্ডের আশায়- ‘ ফায়ার ’।


আমি চেয়ে দেখি একটি যুদ্ধ আমার প্রতিক্ষায় প্রহর গুনছে।


আমার ধমনীর প্যারেড গ্রাউন্ডটুকু ছাড়া উদ্ভাসিত সুর্যালোকের
মাথা উঁচু করে দেখি সারা বিশ্বময় অগনন যুদ্ধ ক্ষেত্র যেন রক্ত
নেশায় বুঁদ হয়ে আছে। সকলেই রক্ত চায়, কেউ রক্ত দিতে
চায় না। আর আমি রক্ত দিতে চাই, কিন্তু বিনিময়ে ছিনিয়ে
আনতে চাই বিশ্ব শান্তি।


আমি চেয়ে দেখি একটি যুদ্ধ আমার প্রতিক্ষায় প্রহর গুনছে।
হাজার তোপধ্বনি কে হবে আমার সহযোদ্ধা?