মা ছুঁলে হাজারও কষ্ট ফুল হয়ে যায়,
কষ্টরা তখন নিনাদ ভুলে
অন্তরে সুখের বন্যা বইয়ে দেয়।
বাবা ছুঁলে হাজারও ভয়
আর অলসতা মুহূর্তে বিবর্তন হয়
সাহস আর শক্তিতে।


মনের অসুখগুলো তখন
সুখের দোলায় দোলে
আর চেয়ে থাকে
আগামী সোনালী সকালের
দিকে পথ চলতে।


বোন ছুঁলে লক্ষ লক্ষ অভাব,
ব্যাথা, যন্ত্রনা মুহূর্তে হয়ে উঠে
প্রেম, ভালবাসা আর আদর।


আর তুমি ছুঁলে-
সব হয়ে যায় একাকার।


....................................................................................।
বন্ধুরা, এস এ টিভি (SA TV), Bangladesh, গত ১০ই মার্চ ২০১৪ তারিখে আমার একটা সাহিত্য ও শৈশব নিয়ে আড্ডা প্রচারিত হয়েছিল। বাংলাদেশের বাহিরে অনেক কবি বন্ধুরা টিভি চ্যানেল নেই বলে দেখতে পারেনি, তাই কষ্টও পেয়েছে। সম্ভব হলে একটা লিঙ্ক দিতে বলেছে সবাই। তাই আজ লিঙ্ক মানে ইউ টিউবের এড্রেস বারে গিয়ে আমার নাম ইংরেজীতে (palokrahman), এ ভাবে লিখে এন্টার দিলেই দেখতে পাবে অনেক কিছু। আশা করি ভাল লাগবে। কে কে দেখলে আমাকে জানালে খুব খুশি হব...