সকল কবি বন্ধুদেরকে বাংলা নব বর্ষ-১৪২১ এর আন্তরিক শুভেচ্ছ। গত ০৫/০৩/১৪ তারিখে আমার কবিতা ' বৈশাখে দেয়া প্রতিশ্রুতি' পড়ে অনুজ কবি বন্ধু  মন্জুর হোসেন মৃদুল আবেদন রেখেছিল ১লা বৈশাখের দিন যেন একটা বৈশাখী কবিতা উপহার দিই এবং সে যেন  প্রান ভরে শুভেচ্ছা জানাতে পারে। তার  কিছু দিনের মধ্যেই একটা কবিতা 'বৈশাখী আলাপন' লিখে ফেলি। এত দিন সেটা আর প্রকাশ করিনি শুধু মৃদুলের কথা এবং ভাললাগা আগলানোর জন্য। ওটা আজ তার উছিলায় সকল কবিতা প্রেমী বন্ধুদের জন্য প্রকাশ করলাম।  কেমন লাগল জানাবে (প্রতিদিনের মত অন্য ঢংয়ে)। নুতন বছরের প্রতিটি দিন সুন্দর ও কবিতাময় হোক এ কামনায় পুনশ্চঃ নব বর্ষের শুভেচ্ছা রইল...
.....................................................................................................................


অহল্যা বিরান ভূমিতে বৈশাখী চাঁদ
অলস শুয়ে থাকে রাত্রি জোনাকীর মিটি মিটি
আলোয়। একটা তাল গাছ উঁকি দেয় দূর দীগন্তে,
খেচর-খেচরী শুনে মৃদু গম্ভীর ঝড়ের আলাপণ।
নীচে চিত্রা হরিনীর ন্যায় স্তূপীকৃত শুকনো পাতার
গভীরে কিছু গুমোট বাতাস নড়ে চড়ে উঠে
বৈশাখী আগমনে।


কত দিন দেখা হয়নি প্রেয়সীর মুখমণ্ডল ছেয়ে
বৈশাখী হাওয়ায় উড়ছে মেঘালী চুল। চোখের
পাপড়ির ঘন কুঞ্চনে বার বার নতুন করে
খুঁজছে আমাকে আর আমি তখন অপলক  
চেয়ে আছি তার অহল্যা ভূমির অসম শরীর।


বৈশাখ তুমি এসো প্রচন্ড গর্জনে, এসো পবিত্র
বর্ষনে। বৈশাখ তুমি এসো আগামী উদ্ভাসে,
এসো সৃষ্টির উল্লাসে, এসো অকথ্য জঞ্জাল উড়িয়ে
নেয়ার মধ্যম পান্ডব ভীম হয়ে। বেরিয়ে পড়ুক সকল
গুমোট বাতাসেরা আকাশ বিদীর্ণ ঝরা পাতার শাখায়
ঝিমুনি পৃথিবী স্বস্তি পাক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে।