যখন আমি অত্যাচারীদের দ্বারা
উলঙ্গ ছিলাম প্রায়, তখন রাত্রি
আমার আবরু ঢেকেছে, আমায়
আশ্রয় দিয়েছে তার নিকোষ কালো
অন্ধকারার ভেতর। তাই কৃতজ্ঞ আমি
ঐ রাত, ওই অন্ধকার, ঐ নির্জন
আঁধারের কাছে।


কে বলে আঁধারের রুপ নেই, নেই গন্ধ,
নেই ভালোবাসা। তাইত কালো মেয়ে
তোমাকে ভালোবাসি আমি ভালোবাসার
জন্যই। এ ভালোবাসা বাহ্যিক নয় আত্মিক,
এ ভালবাসা মেকী নয় মোহ, মানুষের জন্য
মানুষের প্রতি।


“বাহিরে কেবল কালো ধল আর ভেতরে সবার
সমান রাঙ্গা”- কবির কি অদ্ভূত অনুভূতি,
কি সহজ উদ্ধৃতি মানুষের জন্য মানুষের প্রতি।
অথচ অচেতন থাকতাম হয়ত আজও, যদি না
আশ্রয় দিত আমাকে ঐ নিকষ কাল অন্ধকার রাত,
যদি না ভালোবাসতাম কালো মেয়ে তোমাকে।