একচল্লিশটা বছর কত রাতই তো কেটে গেল।
অথচ গত রাত ছিল অন্যরকম, ভীষন ভিন্ন
সুখের এবং স্বপ্নময় এক অপরিচিত রাত। যার
পূর্ব  রাত ছিল সচেতন, অথচ মধ্যরাত ছিল
অসীম কোন অন্ধকার গহ্বরে। আবার যখন
মধ্যরাত হল তখন থেকে শেষরাতটা ছিল যেন
লক্ষ ক্রোশ দূরে অনাগত সময়ের ভেতর।


“এই”- তোমার ডাক যখন কানে এলো, তখন
সময়টা হবে পূর্বাকাশে আলো ফোটার একটু আগে।
কিছু পূর্বে গত মধ্যরাতের ঝড় তখন থেমে
গেছে, মৃদু আলো জ্বেলে তারারাও ফোটেনি কালো
মেঘের ফাঁকে। ঠিক তখনই তোমার “এই”-ডাকে
নতুন করে এক অপরিচিত সুখে আমি শিহরিত
হলাম বহুক্ষন স্বপ্ন আর বাস্তবে।
(সংক্ষিপ্ত...)