বিষয় আছে বস্তু নেই,
কখনও মনে হয় কথা আছে কাজ নেই।
তবুও খুজছি বিষয়বস্তু,
কখনও হোচ্ছি নাগরিক হোচ্ছি উদ্বাস্তু।
কখনও কাজের চেয়ে বলছি বেশী কথা,
এর ভেতরেই খুঁজছি কত জীবনের কবিতা।
কখনও ভাবি, নগর আমাকে করছে গ্রাস,
তবুও গ্রামের প্রতি কেমন যেন থাকছি উদাস।
আবার কখনও মনে হয় কি শহর কি গ্রাম,
কলম যুদ্ধে পৃথিবী নিয়েই তো আমার সংগ্রাম।
আমি সবার, সবই আমার আবাদ ক্ষেত্র,
সাগর পাহাড় আকাশ চন্দ্র সুর্য গ্রহ নক্ষত্র,
প্রকৃতি মানুষ ফুল ফল পাখি,
এদের ছাড়া কি করে বেঁচে থাকি।
তাই এখনও খুঁজছি বিষয় এখনও খুঁজছি কাজ,
বিশ্বাস, এ ভাবেই গড়ে উঠবে একদিন বিশ্ব সমাজ।
তখন বিষয়বস্তুই হাতটা বাড়িয়ে বলবে কথা,
কাজ এসে কাজের জন্য বলবে আগামীর কবিতা।