-
                                 এ
                               ক থা
                              ব ল ব
                           কাকে আজ,
                         বাচ্চাদের সাজ
                       হিন্দী সিরিয়ালের।
                     বাজছে গান একালের
                   শরীর দুলানো হিন্দী গান,
                  এ সব দেখে কাঁদছে পরাণ।
                ভুলেই গেছি এ মাস ডিসেম্বর,
               চলছে বার্ষিক ক্রিড়া বনভোজন,
              উৎসবের  নামে  এই  যে আড়ম্বর
            বিজয় ইতিহাস নিয়ে ভাবছি ক’জনা।
          কোমলমতি বাচ্চাদের কিবা দেবো দোষ
       নব্য মা,বাবা কি ভুলে গেছে মুক্তিযুদ্ধের কথা?
      শিক্ষকেরাও  ভুলে গেছে এটাই বড় আফসোস্‌
    তাই কান্না পাচ্ছে লিখতে আজ এ বিজয়ের কবিতা!
ক্ষমা করো মুক্তি যোদ্ধা পিতা, ক্ষমা করো বীরাঙ্গনা মাতা।