-
                                মে
                               মাস
                             থেকেই
                            ভাবনারা
                          কুয়াশা হয়ে
                       ভীড় করে থাকে,
                      আসবে   ডিসেম্বর
                     বিজয়ের মাস  কবে।
                   বীর মুক্তি যোদ্ধাদেরকে
                  ফুলে  ফুলে  করব স্মরণ,
                 ভরবে স্মৃতি সৌধের চরণ।
               গাইব সবে  মুক্তি যুদ্ধের গান।
              চারিদিক  লাল  সবুজের বন্যায়
            অনন্ত  ভাসবে  বাঙ্গালীর  মন প্রান।
           লাল সবুজের উদ্দীপ্ত  পতাকার ভীড়ে,
        শহীদের শান্তির আত্মা আসবে ফিরে ফিরে।
      একত্রে  গাইব  আবার   বৃদ্ধ  বনিতা  আবাল,
     “পূর্ব দীগন্তে সূর্য  উঠেছে রক্ত লাল রক্ত লাল”।
..............................................................................
বিজয় দিবস চলে গেলেও বিজয়ের মাসতো চলছে, তাই আগেই লিখে রাখা বিজয়ের "স্মৃতিসৌধ" কবিতা দিলাম।
আমার খুব ভাল লাগছে যে কিছু কিছু কবি বন্ধুরা "স্মৃতিসৌধ" লিখছে। সত্যি আমি তাদের কাছে কৃতজ্ঞ।
কেউ হয়ত এর পরিসর অন্যভাবেও ভাবতে চাইছে। আসলে "স্মৃতিসৌধ" দেশাত্ববোধের ভাব গাম্ভীর্য, দেশ প্রেম, ভালবাসা, দেশের জন্য কাঁদা হাসা ইত্যাদি নিয়ে ভাবনা গুলোকে এক করার প্রয়াস, তাই এমন ভাবনা থাকলেই ভাল লাগবে। আমি এর সৃষ্টি থেকে এ ধারাটাকেই রক্ষা করতে চাইছি। এ অবধি ৬০ এর উপরে "স্মৃতিসৌধ" কবিতা লিখেছি। আমার স্বপ্ন যে, এর আকৃতিটা দেখলেই যেন এক ভাবনায় বলা যায় এটা "স্মৃতিসৌধ" কবিতা এবং তা দেশ ভাবনা নিয়ে লিখা কবিতা। সকলকে আবার "স্মৃতিসৌধ" লিখার আহ্বান জানিয়ে পুনরায় বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছি...