তুমি শুধু আমার চোখের কান্নাটুকু দেখলে,
দেখলে কিভাবে চোখের জল গড়িয়ে ভিজে যেতে যেতে
প্লাবিত হয় নিম্ন উপত্যকা। কিঞ্চিত মায়া নাকি দেখানো ভদ্রতা
জানি না- তবুও টিস্যু বক্সের দিকে হাতটা বাড়িয়েছিলে যখন সেটুকুই
যেন আমার কাছে ছিল তোমার কাছ থেকে পাওয়া অব্যক্ত আমার
কাঙ্ক্ষিত প্রেমের প্রথম আভরণ।


বলতে পার কান্নার পূর্ভাভাস কোন্‌ আবহ বার্তায় থাকে?
বলতে পার কান্নারা চোখের পাতাতেই কেন শুধু উছলায়?
বলতে পার কান্নার স্বাদ থাকলেও তার রঙ কি?
বলতে পার কান্নার জলে কতটুকু কষ্ট হয় নিবারণ?


আসলে কেবল প্রেম আর ভালবাসাই শুধু নয়- একজন মানুষের
সুন্দর প্রকৃত মনকে বুঝতে হলে তার চোখের ভাষা বুঝতে হয়।
যখন সেটা কেউ বুঝে না তখন চোখ তার উছলানো কান্নায়
নিজেই ভাসতে থাকে কষ্ট জলে। আর তার গভীর আবেগটুকু বুঝতে
অন্যকেও বলে প্রোৎসাহ ভাসতে।


এগিয়ে দেওয়া তোমার টিস্যু বক্সের ভাঁজ করা পাতায় হয়ত ক্ষনিকের জন্য
লুকিয়েছি আমার চোখের জল অথবা নিবৃত করার চেষ্টা করেছি
আমার গড়ানো কান্নার প্লাবন। কিন্তু তাতে কি একটুও কমেছে আমার
মনের জমানো সে কষ্টটুকু আমাকে আজও ভালবাস কিনা তা জানতে।
বরং অব্যক্ত তোমার প্রেম নিয়ে অসহ্য নীরবতায় নাকাল আঁধার আমাকে
দিনের পর দিন যেন টানছে আমার একাকিত্বের অনেক গভীরে।