বৈশাখে বৈশাবী উন্মাদনা
সমতল থেকে পাহাড়ে,
কত রঙ্গিন রঙ্গ তামাশায়
নব বর্ষ বরণ আহারে।


কেউ মংগল-শোভা যাত্রায়
কেউ খায় পান্তা ইলিশ,
কেউ কোথায় লাঞ্ছিত হল কী?
ভাবনাতে দাঁড়িয়ে পুলিশ!


লজ্জা- এ যে বড্ড লজ্জা প্রথম
বাঙ্গালির ঋদ্ধ কৃষ্টির অন্তরে,
এ শোকের শক্তিই হোক পুনঃ
প্রবুদ্ধ - ঐতিহ্যের বন্দরে।


কোন ষড়যন্ত্রই এখানে টিকবে না
হোক শত শক্ত পরিকল্পনা,
মায়ের ভালবাসায় প্রাপ্ত এ স্বদেশ
বৈশাখ অহংকারের আলপনা।