মোমবাতির রাত যেন প্রায় বাতাস শুন্য স্থীর কাঁটা দ্বিপ্রহর
প্রান্তিক একাকি পাহাড়ের মত নির্জনতার বন্য বন্য ধ্যান,
বাহিরে টিপ্‌ টিপ্‌ বৃষ্টিতে ভিজছে শ্রীহীন আদি গ্রাম্য শহর
ভেততে আমি ভিজছি মুর্খ্য কষ্ট জলে হারাচ্ছি শুক্ল জ্ঞান।


মোমের ভেতর আলো থাকে, থাকে সলতে জড়নো অগ্রে
আঁধারেই আলোর জন্ম আবার আঁধারেই তার থাকে মরণ,
তবুও চাই আলো- হোক সে আলো কোন অন্ধকার মর্গে
চাই মৃত্যুর পরও হোক আমার জন্য অসম্পূর্ণ মৃত্যুর স্মরণ।


জল ফেলো না অন্ধ শোকে যতই আকাশ ভাসুক বৃষ্টি জলে
ঘুমিয়ে পড়ো না আসুক যতই চোখের পাতায় আলো নিভে,
শুধু আমার জন্য জেগে থেকো একটি রাতের বিভাস কোলে
মোমবাতি সলতে হারাক আলো তবু দু‘চোখ শুধুই জ্বলবে।