কুইল্যারা আজও আছে বইল্যাই
আঁন্ধ্যারেও কূল হারায় না মানুষ,
দিছি ট্যাকা পয়সা জমি-জিরাত
তাই বইল্যা দিই নাইক্যা আপন হুঁশ।


কাজের জন্যই কাজ পাগল তার
পোলাডা ভাসল অকূল সাগরে,
আশা ছিল অকালে কূল হইবো
গড়বে আগামী জীবন মানব আসরে।


অথচ কুইল্যার ব্যাটারা পড়ল গিয়া
মানব পাচারকারী দালালগো খপ্পরে,
হ্যাগো জীবন বাঁচানোর চাইত্যে অহন
দোষী কে-বিশ্ব মোড়লেরা ফাঁদছে গপ্পরে।


সেনারা ব্যাস্ত তাই সীমান্ত পাহারায়
সাগরভাসা মানুষ হোইছে অচ্ছুৎ বর্জ্য,
বিশ্ব মানবতার মন জব্বর কাইন্দ্যা ওঠে
হারাইয়া ফ্যালে প্রায় লুকানো ধৈর্য্য।


চলে খোঁজা খুঁজি খুঁড়া খুঁড়ি গণকবরের
অথচ জীবন্ত কবর ভাসে খাদ্যহীন জাহাজে,
এ কেমন কঠিন নষ্ট মানব বিবেক
করতাছে বাস আজও বিশ্ব মানব সমাজে।


বিশ্ব বিবেকের হগল রুগ্ন গোঁড়ায়
দিলি এমন ধাক্কাডা কুইল্যারে ও কুইল্যা,
কান্দনের শোককে শক্তি কইরা
জোয়ান পোলা বুকের ধনরে না ভুইল্যা।


তাইত হল আবিষ্কার আজ আঁন্ধার জগতের
পড়ল ধরা সন্ত্রাসী চক্রের বড় বড় হোতা,
তবুও বেবাক চক্রজালের বেড়াজালে
আড়ালেই থাকতাছে আসল সব নেতা।


জাগুক তবু বিশ্ব সমাজ জাগুক তার বিবেক
এ ভাবে য্যান্‌ না হারায় মা-বাবার পোলা,
এক থিক্যা একশ হাজার লক্ষ হোইয়া
বিশ্বময় জাইগ্যা উঠুক এই সকল কুইল্যা।