মসজিদে হাঁকে সন্ধ্যার আযান
মন্দিরে বাজে পুজোর ঘন্টা,
তুমি তখনো ফিরো না ঘরে
উচাটন থাকে তাই মনটা।


সারা দিনমান থাকি একা একা
তোমায় নিয়ে ভাবি কত কিছু,
অলুক্ষুনে ভাবনাদের ভুলতে চাই
তবু ঘুরে ঘুরে মরে পিছু পিছু।


প্রার্থনায় বসে কামনা করি
তোমার নিরাপদ ঘরে ফেরা,
সুস্থ থাকুক পথের মানুষ
আগামীটা হোক লাবন্যে ভরা।


উচাটন মনে উৎকর্ণ থাকি
এই বুঝি বাজল দ্বারের ঘন্টা,
তোমার প্রেমের মুখোরতায় যেন
ভরছে উতল বিরহ ক্ষনটা।


অথচ তুমি তখনও ফেরো না
পথ কি হারালো চেনা ঠিকানা?
বুকটা উঠে ভীষণ মোচড় দিয়ে
ভাবতে চাইনা এমন দুর্ভাবনা।


আপন মানুষ বাহির হলে ‘পর
হয় কেন যে এই মনটার মরণ,
এমন করে আর কতটা কাল
কাটবে বল এই নগর জীবন।